কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ১৬৪ বোতল ফেনসিডিলসহ মেরিল সরকার (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার উপজেলার জয়তুল দক্ষিণপাড়া রাকিবের বাড়ির উঠান থেকে তাকে গ্রেফতার করে রাতে কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মেরিল সরকার জয়পুরহাট জেলার চেঁচড়া গ্রামের মহির উদ্দিন সরকারের পুত্র। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান জানান, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply