আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা শাহাবুলের মৃত্যুতে উপজেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের শোক প্রকাশ। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সোনাতলা সদর হতে কামারপাড়া সড়কে এঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, সকালে পৌর সদরে বিএনপির দলীয় কার্যক্রম শেষে বাড়ি ফেরার সময় শরিফ উদ্দিন রেল ঘুমটি রাস্তা পার হলে দুটি অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অটোভ্যানটি খাদে পড়ে শাহাবুল গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহাবুল সরকার কামারপাড়া গ্রামের মোবারক সরকারের ছেলে।
তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সিনিঃ সহ- সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ, কে, এম, আহসানুল তৈয়ব জাকিরসহ উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply