1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

গাবতলীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

  • বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধ এবং পূর্ব শত্রæতার জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৩২) নামের এক যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী চরপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
থানা ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার রামেশ্বপুর ইউনিয়নের পাঁচকাতুলী চরপাড়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে দিনমজুর আব্দুর রহিম এর সাথে তার চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে মাসুদ (৩০)সহ তার আপন ভাই আব্দুর রাজ্জাকের সাথে জমি নিয়ে এবং পূর্ব শত্রæতার জের ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যারাতে আব্দুর রহিমের সাথে মাসুদ তর্কবিতর্ক হয়। এ সময় মাসুদ ক্ষীপ্ত হয়ে আব্দুর রহিমের শ্বাস নালীতে ছুরিকাঘাত করে। এতে আব্দুর রহিম চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। আহত আব্দুর রহিমকে স্বজনেরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম ওইদিন রাত সাড়ে ১১টায় মারা যায়। ঘাতক মাসুদ তার ভাই আব্দুর রাজ্জাক ঘটনার পরপরই পালিয়ে যায়। গাবতলী মডেল থানা পুলিশ ঘটনার পর থেকেই ঘাতকদের সন্ধানে মাঠে নেমেছেন। গতকাল বুধবার আব্দুর রহিমের ময়না তদন্ত শেষে মরহুমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন। পরে বিকেলে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ জানান, ঘটনার পরপরই মাসুদ তার ভাই আব্দুর রাজ্জাক পালিয়ে গেছে। পুলিশ খুনিদেরকে গ্রেফতারের চেষ্টায় মাঠে তৎপর রয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারকে দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট