কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর বাজারে গত মঙ্গলবার সন্ধ্যায় ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে নাশকতার চেষ্টা চালানোর সময় পুলিশ ৪ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার বড়পুকুরিয়া মোঃ মাহফুজারের পুত্র আল আমিন (২৬), আলোকছত্র গ্রামের মোঃ নুরুল আমিনের পুত্র মোহাম্মদ রাসেল (২৬), উলট্ট পূর্বপাড়ার মৃত আঃ রহমানের পুত্র আব্দুল হক (৫০) ও দেওগ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫০)।
কাহালু থানার এস আই নাজমুল হক জানান, গ্রেফতারকৃতরা সবাই সক্রিয়ভাবে জামায়াত-শিবিরের রাজনীতি করে। পূর্ব পরিকল্পিতভাবে নাশকতার উদ্দেশে তারা দূর্গাপুর বাজারে ঝটিকা মিছিল বের করলে তাদের গ্রেফতার করা হয়।
Leave a Reply