আব্দুর রাজ্জাক, প্রধান প্রতিবেদকঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর প্রকল্পের আয়োজনে পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন উন্নত প্রযুক্তিনির্ভর দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর বুধবার সকালে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিয়ে দিন ব্যাপি পাট চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত থেকে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন।
এসময় পাট চাষীদের উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, অন্যান্যোর বক্তব্য রাখেন বগুড়া পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, বগুড়া পাট উন্নয়ন সহকারী রফিকুল ইসলাম, সোনাতলা পাট উন্নয়ন উপ-সহকারী কর্মকর্তা মিঠু কুমার সাহা। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পাট চাষীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply