আব্দুর রাজ্জাক, প্রধান প্রতিবেদকঃ বগুড়ার সোনাতলায় উপজেলা সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে দ্বাদশ জাতীয় নির্বাচনে সুধীজনদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম।
অন্যানন্যোদের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারী টিম, প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ রফিকুল আলম বকুল প্রমূখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী রব্বানী খান, বালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা সিদ্দিকাসহ উপজেলা সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ।
এ সময় আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা করার আহ্বান করেন।
Leave a Reply