আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলায়নতনে এ দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ময়নুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।
এ সময় তিনি বলেন, এ বিষয়ে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বিকৃত মানসিকতার জন্য এ ধরনের সহিংসতা ঘটছে। মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। পরিবারে ছেলে এবং মেয়েদের সমানভাবে দেখতে হবে। কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরি করা হলে নারীরা স্বাচ্ছন্দে কর্মসম্পাদন করতে পারবে।
বেগম রোকেয়া দিবসে ৫ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী,মোছাঃ হাফছা খাতুন,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ শামীমা আকতার রেহেনা, সফল জননী নারী, মোছাঃ শামিমা আকতার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবনশুরু করেছেন যে নারী, মোছাঃ তাহেরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সৈয়দা হামিদা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রুহুল আমিন, থানা ওসি (তদন্ত) আবু সুফিয়ান, পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারী টিম, নারী জয়িতা মোছাঃ হাফছা খাতুন, মোছাঃ শামীমা আকতার রেহেনা, মোছাঃ শামিমা আকতার, মোছাঃ তাহেরা বেগম, সৈয়দা হামিদা বেগম।
Leave a Reply