মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতাদেরকে দেখতে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ অন্যান্য নেতৃবৃন্দ। খবর পেয়ে গতকাল রবিবার নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গাবতলী উপজেলা বিএনপির তাতী ও মৎস্যজীবি বিষয়ক সম্পাদক এবং দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আঃ হান্নান, সারিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক সহ-সম্পাদক রুবি বেগমসহ আরো অনেকে। নেতৃবৃন্দ অসুস্থ্য নেতাদের পাশে থেকে বেশ কিছু সময় কাটান। সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ছাড়াও আরো যারা অসুস্থ্য নেতাদেরকে দেখতে গিয়ে ছিলেন তারা হলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুহু আলম সরদার, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
Leave a Reply