আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ অনলাইন নিউজ পোর্টাল সোনাতলা সংবাদে ভিডিও সংবাদ প্রকাশের পর ঘর পেলেন পলিথিনের ঘরে বসবাস করা সেই বিধবা মা-মেয়ে ও প্রতিবন্ধী ছেলে।
বহুল আলোচিত স্থানীয় নিউজ পোর্টাল সোনাতলা সংবাদে দেখার পর মানবিকতায় এগিয়ে আসেন বগুড়ার সোনাতলার সন্তান আমেরিকান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মহিদুল ইসলাম রিপন। পরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তাদের ঘর করে দেন।
২৩ ডিসেম্বর শনিবার সকালে ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সোনাতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল। এসময় তার সাথে ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, প্রভাষক রবিউল ইসলাম, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, ১নং ইউপি সদস্য গোলাম কবির টুকু ও অধ্যক্ষ ছাইফুর রহমান।
ঘর না থাকায় বগুড়ার সোনাতলার মধুপুর ইউনিয়নের মৃত বাকী মিয়ার স্ত্রী আনেরা বেওয়া দীর্ঘদিন ধরে বিলের ধারে পলিথিন ও পাটকাঠি দিয়ে তৈরি ঘরে মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলো। পরে এই বিষয়ে ১৩ ডিসেম্বর সোনাতলা সংবাদে ভিডিও সংবাদ প্রকাশ করা হয়। এরপর মানবতার হাত বাড়িয়ে দেন আমেরিকান ওই প্রবাসী।
ঘর পাওয়ার পর আনেরা বেওয়া সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘আল্লাহ আপনাদের মাধ্যমে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। ঘর পেয়ে আমি খুব খুশি। এখন আর আমাকে ঘর নিয়ে চিন্তা করতে হবে না। আমার মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিশ্চিন্তে এই ঘরে থাকতে পারবো। যিনি ঘর দিয়েছেন আর যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক’।
Leave a Reply