পি কে,রাকিবুল ইসলাম,ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনটে অন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের আমানুল্লাহ শেখের ছেলে সামিউল ইসলাম (৩১), একই জেলার ভাগ দুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে অপু মিয়া (২৪), সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (২২), মধ্য ধানগড়া গ্রামের মৃত নয়া মিয়া খন্দকারের ছেলে নওশাদ খন্দকার (৫৫), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কোমল দোগাছি গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে রব্বানী (৩১)।
জানা যায়, ধুনট উপজেলার নারায়নপুর গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত কেশমত আলীর ছেলে আকতার আলী প্রতিদিনের ন্যায় গত ১২ ডিসেম্বার ২০২৩ রাত অনুমান সাড়ে ১০টার দিকে বসতবাড়ীর পূর্ব পার্শ্বে টিনের গোয়াল ঘরে গরু রেখে দরজা তালাবদ্ধ করে। পরে স্ব-পরিবারে রাতের খাওয়া- দাওয়া শেষে নিজ নিজ শয়ন ঘরে ঘুমিয়ে যায় । ওই রাতেই অনুমান ১টা ৩০ মিনিটের দিকে গোয়াল ঘরের তালা ভাঙ্গে গরুগুলি চুরি করে নিয়ে যায়। পরে গরুর মালিক একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকালে গ্রেফতারকৃত আসামিদের সম্পৃক্তা আছে বলে প্রমান পায় থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বার ২০২৩ সন্ধ্য ৫টা ৩০ মিনিট থেকে ২৪ ডিসেম্বার ২০২৩ ভোর ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করে। পরে আসামীদের দেখানো স্থান থেকে গরু চুরির কাজে ব্যবহৃত একটি ছয় চাকা বিশিষ্ট ট্রাক যাহার রেজিঃ (ঢাকা মেট্রো-ন-১২-৪৪-৪৮), ১ টি কাটার মেশিন, ১ টি লোহার তৈরী শাবল, সাদা ও কমলা রংয়ের রশি উদ্ধার ও জব্দতালিকা মূলে জব্দ করে।
ধুনট থানার ডিউটি অফিসার এ এসআই আশরাফুল ইসলাম জানান, গরু চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply