কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শুক্রবার বগুড়া থিয়েটারে বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাজাত আলী বাদশার সভাপতিত্বে সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অঅব্দুল হান্নান। সভায় উপস্থিত ছিলেন কাহালু থিয়েটারের মুনসুর রহমান তানসেন, যমুনা থিয়েটারের রফিকুল ইসলাম, বগুড়া থিয়েটারের অলক পাল, গোলাবাড়ি থিয়েটারের উজ্জল, সবুজ, প্রভাতি থিয়েটারের আঃ বাসেদ তনু, নাগর থিয়েটারের রানা, ইনছান, আদমদিঘী থিয়েটারের অতুল, কলেজ থিয়েটারের সিফাত প্রমুখ । সভায় আগামী ২২ শ্রাবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, ১৫ আগস্ট্র জাতীয় শোক দিবস ও ১৮ আগস্ট্র নাট্যাচার্য ড, সেলিম আল দীনের জন্ম জয়ন্তি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ধুনট থিয়েটারের অনুষ্ঠিত নাট্য উৎসব বিষয়ে পর্যালোচনা করা হয় এবং শিল্পপিতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর দিকনির্দেশনা মেনে স্ব স্ব অঞ্চলের পালাকারদের নিয়ে গ্রাম থিয়েটারের সংগঠকদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply