সোনাতলা সংবাদ ডেক্সঃ ২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থীর ইয়াসির রহমাতুল্লাহ ইন্তাজ।
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন বালুয়া ইউনিয়ননের রশিদপুরসহ বেশ কয়টি ভোট কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করবে ক্ষমতাসীন দলের লোকজন।
এমন অভিযোগের কথা জানিয়ে ইয়াসির বলেন, বিভিন্ন গোপন সূত্রে জানতে পারি যে ক্ষমতাসীন দলের প্রার্থীর এলাকা হওয়ায় তার প্রভাব বিস্তার করে এই ইউনিয়ন দখলে নেওয়ার পরিকল্পনা করছে।
এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, তার পার্সোনাল প্রেস সেক্রেটারি ইব্রাহীম হোসেন নিরব, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজলসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, অনলাইন, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের পরিবেশ কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন
এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে ।
এবারের বড় চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি এর বাইরে কোনো চ্যালেঞ্জ আছে বলে মনে করেন?
আমি আশাবাদী এবারের ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমি মনে করি
এর বাহিরে অন্য কোনো চ্যালেঞ্জ দেখছি না।
কতখানি প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন এ প্রশ্নের উত্তরে বলেন,
একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করবো তারপরেও এ আসনে অনেক প্রার্থী আছে। যার যার মতো তারা কর্মসূচি পালন করছেন, জনগনের কাছে যাচ্ছেন। এখন জনগন যাকে ভালো মনে করবে যোগ্য মনে করবে তাকেই ভোট দিবে।
জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এ বিষয়ে তিনি বলেন
ভোটাররা মনে করছে সমস্ত প্রার্থীদের মধ্য থেকে আমি এমপি হলে এখানকার তরুণদের বিশেষ করে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ করতে পারবো, তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
Leave a Reply