1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

সোনাতলায় ঈগল প্রতীকের সমর্থককে মারধর মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মতিন গ্রেফতার

  • সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১৩০৬

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় নির্বাচনকে কেন্দ্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থককে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া চার মাথা এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এসময় ঈগল প্রতীকের রেজয়ানুল হক রিজভী নামের এক সমর্থক গুরুতর আহত হয়। রিজভী বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ঈগল প্রতীকের সমর্থক রিজওয়ানুল হক রিজভী ও ইসমাইল হোসেন, সোনাতলা পৌর এলাকার ঈগল প্রতিকের নির্বাচনী অফিসের কার্যক্রম শেষে ঠাকুরপাড়া বাড়ির উদ্যেশ্যে রওনা হয়। ভেলুরপাড়া ৪মাথা মোড়ে পৌছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নৌকা প্রতিকের প্রাথী সাহাদারা মান্নান এর ছোট ভাই এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন অতর্কিত হামলা করে।
এ সময় ইসমাইল নামক ব্যক্তি মটরসাইকেলের পিছনে থাকা লাফ দিয়ে পালিয়ে যায়। রিজভীকে একাকী পেয়ে স্ব-দলবলে এলোপাথারী মারপিট করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রিজভী উপজেলার হাট করমজা এলাকার ঠাকুরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ এর পুত্র। ঐ সময় রিজভীর পকেটে থাকা প্রায় ৩৫ হাজার টাকা ও ৭০ হাজার টাকা মূল্যের মটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা বলে এজাহারে উল্লেখ করা হয়। এঘটনায় মামলার অন্যতম আসামী জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেলুরপাড়া ডঃ এনামুল হক কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম মতিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যপারে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাতলা উপজেলা চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, নৌকা ও ঈগল প্রতীকের দুই গ্রুপের মধ্যে একটি গন্ডগোলের ঘটনা ঘটে এ ঘটনায় আহত রিজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলায় রফিকুল ইসলাম মতিন নামের একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার রাবেয়া আসফার সায়মা ঘটনার নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় সোনাতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রফিকুল ইসলাম মতিন নামক এক ব্যক্তি গ্রেফতার করেছে থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট