আব্দুর রাজ্জাক: বগুড়ার সোনাতলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূ শিলা বেগম(১৯) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। শিলা বেগম কাবিলপুর গ্রামের কাজী পাভেলের স্ত্রী।
৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌর এলাকার কাবিলপুর (কাজীবাড়ি) গ্রামে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনা সুত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে গৃহবধূ শিলা বেগম তার স্বামীর উপর অভিমান করে বাড়ির শয়ন ঘরে গ্যাস ট্যাবলেট সেবন করেন। গ্যাস ট্যাবলেট খাওয়ার পর ছটফট করতে থাকে। নিকটতম আত্মীয়-স্বজন ওই গৃহবধূকে দ্রুত উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। রাত সাড়ে ১০টায়
শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এব্যারে বগুড়া সদর থানায় ইউডি মামলা হয়েছে।
Leave a Reply