কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ব্যালট পেপার বাদে গতকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বগুড়া-৪ আসন কাহালু-নন্দীগ্রাম এলাকার সকল ভোটকেন্দ্র নির্বাচনী সরজ্ঞাম পৌঁছানো হয়েছে।
নির্বাচনী সরঞ্জামের সাথে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরারোববার ভোর ৫ টায় গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। সংশ্লিষ্ট সুত্র জানান, কাহালু-নন্দীগ্রাম উপজেলার ১৪ টি ইউনিয়ন, দুটি পৌরসভা এবং তালোড়া পৌরসভার আংশিক নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ২৩৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭৩ হাজার ১১০ জন। এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১১৪ টি ও ভোটকক্ষ সংখ্যা ৭৭২ টি। নির্বাচনে বাঁধা সৃষ্টি, ভোটারদের বাঁধা প্রদানসহ সহিংসতা যাতে কেউ ঘটাতে না পারে তার জন্য নির্বাচনী এলাকায় থাকবেন আনসার, ভিডিবি, পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনী। তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকবেন ম্যাজিস্ট্রেট।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাণিং অফিসার মোছাঃ মেরিনা আফরোজ জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply