কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে স্বপন চন্দ্র বর্মন (২৬) নামের এক গ্রাম পুলিশ গ্যাস ট্যাবলেট সেবনে আতœহত্যা করেছে।
গত মঙ্গলবার ভোরে সবার অজান্তে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্বপন উপজেলার দেওয়ান পুকুরের মৃত নিরেন চন্দ্রের পুত্র ও কালাই ইউপির গ্রাম পুলিশ।
কাহালু থানা পুলিশ ও কালাই ইউপি চেয়ারম্যান যোবাইদুল ইসলাম সবুজ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে কি কারণে তিনি আতœহত্যা করেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।
Leave a Reply