আব্দুর রাজ্জাকঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান এর ৪র্থ প্রয়াণ দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার বাদশা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পো।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, শামসুল হক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আব্দুল মান্নান এমপি ২০২০ সালের ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি ১৯৫৩ সালে ১৯সে ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার শালুখা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত জালাল উদ্দিন সরদার ও মাতা মৃত মুনজিলা বেগম। মরহুম আব্দুল মান্নান এমপি ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে টানা ৩ বার বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
Leave a Reply