1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনঃ ভোটারদের মাঝে যেসব প্রার্থীরা আলোচনায়

  • রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৯৫৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও সমর্থন কামনা করছেন। তাদের সমর্থকরাও সম্ভব্য প্রার্থীদের জন্য দোয়া চাচ্ছেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের আলোচনায় চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় নবীণদের সংখ্যাই বেশি। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক, আলোচনা সভা, মতবিনিময় সভা শুরু করে দিয়েছেন।
সংশ্লিষ্ট উপজেলায় ভোটারদের মুখে মুখে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পাকুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ড. এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক প্রাদেশিক পরিষদের এমএলএ মরহুম সৈয়দ আহম্মদের ছেলে ইঞ্জিনিয়ার মেজবাহুল হক জুলু, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবিএম মাজেদুর রহমান জুয়েল, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা।
নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা ঘরে বসে নেই। তারা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। এমনকি বিভিন্ন সভা সমাবেশ এবং অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এছাড়াও মত বিনিময় সভা, গণসংযোগ, উঠান বৈঠক করে চলছেন। আসন্ন রমজান মাসের আগেই নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির কথা জানানোর সাথে সাথেই সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীরা মূলত প্রচারণায় নেমেছেন। এমনকি হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকানগুলোতে নির্বাচনী খোশগল্পে মেতে উঠেছে ভোটাররা। তীব্র শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটে চলছেন নিজেদের দল ভারি করতে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশির ভাগ ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করছেন। দলীয় মনোনয়ন পেতে তারা জোর গ্রুপিং লবিং চালিয়ে যাচ্ছেন।
সম্ভাব্য প্রার্থী এড. মিনহাদুজ্জামান লীটন বলেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তিনি প্রার্থী হতে চান। উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি আমৃত্যু সোনাতলা উপজেলাবাসির সুখে দুঃখে পাশে থাকতে প্রার্থী হতে চাই। জুলফিকার রহমান শান্ত বলেন, যমুনা ও বাঙালী নদীবেষ্টিত সোনাতলা উপজেলাবাসির ভাগ্য উন্নয়নে কাজ করতে প্রার্থী হতে চাই। ইঞ্জিনিয়ার মেজবাহুল হক জুলু বলেন, বাবা ও বড় ভাইয়ের সুনাম ধরে রাখতে প্রার্থী হতে চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, নির্বাচন কমিশন আসন্ন রমজান মাস শুরুর আগেই উপজেলা পরিষদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।সে অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে। এছাড়াও তিনি আরও বলেন, প্রথম ধাপেই বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৭৫১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট