সোনাতলা সংবাদ ডেস্কঃ বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে র্যাব-১২। গত ০৩ ফেব্রুয়ারি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সিদ্ধিপুর এলাকায় আব্দুল মান্নান মন্ডল (৫২) এর গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে তিনি বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে ৯ফেব্রুয়ারী অজ্ঞাতনামা আসামী করে ৩৭৯ ধারা দঃবিঃ রুজু হয় মামলা নং-১৬। ভুক্তভোগীদের অভিযোগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে, র্যাব-১২ বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় অদ্য ০৯ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বগুড়া জেলা সদরে সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করেন।
শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২০), একই উপজেলার সোনাকুড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে মোঃ রাজু সরদার (২৮),জামুরহাট উপজেলার মোঃ আঃ আলীমের ছেলে শাকিল আহমেদ (২৩)কে গ্রেফতার করে।
চুরি চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নাম্বার লেখে যেত এবং ফোন করে টাকা দাবি করতো। দাবিকৃত টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান তারা বলে দিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় অপকর্মের কোন প্রমাণ রাখতো না। এমনকি একটি মোবাইল সীম একজন টার্গেটের ক্ষেত্রে ব্যবহার করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব-১২।
Leave a Reply