কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে মটরসাইকেলের ধাক্কায় পরিতোষ চন্দ্র (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিতোষ উপজেলার কালাই তালপুকুর গ্রামের মুকুল চন্দ্রের পুত্র।
পুলিশ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বারমাইল-নামুজা সড়কের উপজেলার কালাই কর্ণিপাড়া বাছেদের ইটভাটার কাছে অজ্ঞাতনামা একটি মটরসাইকেল পরিতোষকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় মারা যান।
এঘটনায় বগুড়া সদর থানায় একটি জিডি করা হয়েছে মর্মে কাহালু থানায় একটি বেতার বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply