মুনসুর রহমান তানসেন কাহালু থেকেঃ যুক্তির উৎকর্ষে ঘোচাবে অন্ধকার এই লক্ষ্যকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলায় শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এঁর আন্তরিক প্রচেষ্টায় এই বিতর্ক প্রতিযোগিতা।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা উপজেলার প্রতিটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশ নিবে সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই বিতর্ক প্রতিযোগিতার লক্ষ্য শিক্ষার্থীদের জড়তা দূর করা, নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে জনমনে যে প্রশ্ন দেখা দিয়েছে তা দূর করা, সেরা বিতার্কিক প্রস্তুত করা এবং ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই সারাদেশে যাতে কাহালু উপজেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে পারে। বিতর্ক প্রতিযোগিতার সাথে যুক্ত করা হয়েছে বিতর্ক প্রতিযোগিতা বিষয়ে কর্মশালা ও শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ।
কাহালু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মতে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এখানে যোগদানের পর থেকেই শিক্ষার মান উন্নয়ন ও সত্য-ন্যায় প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছেন। শিক্ষার্থীরা যাতে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট ও উন্নত বাংলাদেশ নির্মাণে ভুমিকা রাখতে পারে। শিক্ষকদের তথ্যমতে শিক্ষামূলক সকল কাজেই উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ আন্তরিকভাবে সহযোগিতা করেন। তিনি যেভাবে শিক্ষার্থীদের নিয়ে চিন্তাভাবনা করছেন, সেই লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা অগ্রসর হলে একদিন অবশ্যই তারা সু-নাগরিক হিসেবে দেশের সকল ভালো কাজে ভুমিকা রাখতে পারবে।
জানা গেছে অত্র উপজেলায় শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতায় সহায়তা করছেন মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাওমীর সদস্যবৃন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মাদ আব্দুর রউফ হোসেন ও বিতার্কিক খায়রুন নাহার খেয়া।
অত্র উপজেলায় শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনকে যুগোপযোগী বলে অভিমত ব্যক্ত করছেন স্থানীয় শিক্ষকবৃন্দ।
Leave a Reply