আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এই স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলায় বিএনপির লিফলেট বিতরণ করেন।
১৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পৌর বিএনপির সভাপতি সভাপতি আবু নাছের ওয়াহেদ নোবেল এর নেতৃত্বে পৌর সদরে প্রধান প্রধান সড়ক ও বাজার গুলোতে লিফলেট বিতরণ করা হয়।
এসময় তার সঙ্গে ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পাভেল আহমেদ, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর লাজু তালুকদারসহ দলীয় নেতা কর্মীরা।
লিফলেটে উল্লেখ করেন, লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেদির সীমাহীন মূল্য বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ নিঃশ, ক্ষুধার্ত ও ঋণগ্রস্ত। আর তাই, গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, শ্রেণী-পেশার সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সচেতন জনগণের ইস্পাত কঠিন ঐক্য ও
অব্যাহত সাহসী লড়াই আজ সময়ের দাবী। আসুন আমরা আরও ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত অবৈধ সরকারের অবসান ঘটিয়ে তাদের অপশাসন, লুটপাট, দূর্নীতি, অনাচার ও অত্যাচার থেকে দেশকে মুক্ত করি এবং নিজেরা মুক্ত হই । এই ন্যায়যুদ্ধে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।
Leave a Reply