কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলার বিনোদ গ্রামের মোঃ হারুনুর রশিদের কন্যা মেধাবী ছাত্রী মোছাঃ সীমা আক্তারকে মেডিকেল কলেজে ভর্তির জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান।
তাঁর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন নারহট্ট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আঃ রহিম ও সীমা আক্তারের অভিভাবক।
উল্লেখ্য যে, মেধা তালিকায় মোছাঃ সীমা আক্তারের নওগাঁ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ সৃষ্টি হয়। আর্থিক অচ্ছলতার কারণে তাঁর পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন।
Leave a Reply