কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার কাহালু উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
অমর একুশের প্রথম প্রহরে কাহালু কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রশাসনের পর উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজের নেতৃত্বে উপজেলা পরিষদ, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজার নেতৃত্বে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অডিটোয়াম হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুছা, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ার আলহাজ্ব আঃ রশিদ লালু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডোর নজিবর রহমান, উপজেলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে অমর একুশে ফেব্রæয়ারি উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply