স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ মাদক মামলায় ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) তাদের গ্রেফতার করে আজ শুক্রবার সকালে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাতে সোনাতলা থানার এসআই মোঃ মাহমুদুল হাসান, এএসআই মোঃ আব্দুল কাদের ও এএসআই মোঃ আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভেলুরপাড়া এলাকা থেকে উপজেলার জোড়গাছা গ্রামের মৃত মোহাম্মাদ হোসেনের ছেলে মোঃ মোবাশ্বের ওরফে ইবাদ মন্ডল (৬৬), ছিচারপাড়া (মৌলভীর মোড়) এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মোঃ শাহজাহান আলী (৬৫), ও দক্ষিণ রানীরপাড়া এলাকার মোঃ আনছার আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করে। তাদের আজ শুক্রবার সকালে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবী। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply