স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। আজ রবিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৫জন মনোনয়নপত্র দাখিল করলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় ৫জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন।
আজ রবিবার বিকাল ৫টা পর্যন্ত সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, ইমরান হোসেন লিখন ও মোশাররফ হোসেন মজনু। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, লতিফুল ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ ও মাহমুদুর রশিদ সোহেল। যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, আব্দুর রাজ্জাক, খন্দকার ফয়সাল আহম্মেদ ও শামীম আকতার রতন। দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, ইসমাইল হোসেন ও জাহিনুর ইসলাম।
অন্য কোনও প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল না করায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে মিজানুর রহমান রনি, অর্থ সম্পাদক পদে হারুন অর রশিদ, ক্রিড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পাদক মিনাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য-১ পদে আব্দুল্লাহ আল মামুন ও কার্য নির্বাহী সদস্য-২ পদে আবু ওহাব স্বপন। বিষয়টি নিশ্চিত করেছেন, সোনাতলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নিপুন আনোয়ার কাজল।
উল্লেখ্য, সোনাতলা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির ৯টি পদ রয়েছে। আগামী ৯মার্চ প্রেসক্লাবের ৩০জন সদস্য কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করবেন।
Leave a Reply