1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় লক্ষাধিক টাকা মুল্যের মাছ নিধন করা হয়েছে। গতকাল বুধবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীরা গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলি মধ্যপাড়া গ্রামের এমদাদুল হক সরকারসহ ৩সহযোগী শাজাহান আলী সরকার, খোরশেদ সরকার ও জাহিদুল সরকার পৈতিকসূত্রে ওয়ারিশ মূলে প্রাপ্ত পুকুরে গত জুন মাসে প্রায় আড়াই মন পোনা মাছ অবমুক্ত করেন। এরপর থেকে প্রতিনিয়ত মাছগুলো পরিচর্যা করে আসছিল।

কিন্তু পারিবারিক শত্রুতার জের ধরে গত ১৫ অক্টোবর বিবাদী আমিনুল ইসলাম ফটু (৬০), রাসেদুল ইসলাম (৩৮) বাদীদ্বয়কে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেয় এবং পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনেরও হুমকি দেয়। হুমকি-ধামকির পরদিনই অর্থাৎ ১৬ অক্টোবর বুধবার রাতে তাদের পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে। এতে করে পুকুরের সব মাছ মরে যায়। এতে প্রায় ১লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী এমদাদুল হক সরকার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট