মিলন, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে শনিবার সকালে থানা প্রশাসনের উদ্যোগে রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। এ সময় মেইন সড়কে সকল গাড়িচালক কে গাড়ি পার্কিং না করা ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস রহমান, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাংবাদিক আর. এ রাশেদ প্রমুখ।
উল্লেখ্য, পৌরসভার মেইন সড়কে অটো রিক্সা, ভ্যান ও ইজিবাইক রাস্তার দু’ধারে পাকিং করায় সবসময় তীব্র যানজট লেগেই থাকে। এটা যেন পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা।
Leave a Reply