সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত গ্রামের বকুল, লাজু, তোফাজ্জালসহ আরো কয়েকজন লাঠিসোঠা নিয়ে জমিতে ধান কাটতে যায়।
প্রতিপক্ষ বুলু বেপারী ও তার ছেলে ফিরোজ উদ্দিন বেপারী এসময় ধান কাটতে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বুলু বেপারী ও তার ছেলে ফিরোজ উদ্দিনের উপর হামলা করে। এতে তারা গুরুতর আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মো. মিলাদুন্নবী বলেন, ‘ঘটনাটি শুনেছি। আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply