1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সোনাতলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের দেখে নেওয়া ও মামলা করার হুমকি

  • রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৩০

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলা ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল আকন্দ ও বহিস্কৃত পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মাদক মামলার আসামী মমিনুল ইসলাম। শনিবার ১ জুন রাতে তিনি সোনাতলার রেলস্টেশনের স্থানীয় এক চায়ের দোকানে এসে তারা সাংবাদিককের অকথ্য ভাষায় গালাগালি ও মামলার হুমকি দেন।

শিক্ষক জুয়েল আকন্দ এসে মারমূখী আচরণ করে বলেন, ‘আমি সোনাতলার এক প্রভাবশালীর ভাগ্নি জামাই। আপনাদের সাহস কি করে হয় আমার বিরুদ্ধে নিউজ করার। আপনারা কি পুলিশের চেয়ে বড়? চেয়ারম্যানের চেয়েও বড়। কোন সাহসে নিউজ করেন। আপনাদের বিরুদ্ধে আমি মামলা করবো। আরেকবার শুধু স্কুলে আসেন, আপনাদেরকে দেখে নিবো’।

তার সাথে থাকা বহিস্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মাদক মামলার আসামী মমিনুল ইসলাম বলেন, ‘এসআই জুলহাস ভাই মিউচুয়াল করে দিয়েছে এই বিষয়ে। আপনারা নিউজ ডিলেট করেন। শান্তকে (ডেইলি বাংলাদেশের প্রতিবেদক) বলেন নিউজ ডিলেট করতে। নিউজ ডিলেট না করলে সমস্যা হবে’।

নিউজ ডিলেট করতে অস্বীকৃতি জানালে তিনি, সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটনের কথা বলে বলেন, ‘তাকে ফোন দেন। তিনি নিউজ ডিলেট করতে বলেছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন বলেন, ‘মোমিনের সাথে আমার কোন কথা বা দেখা হয়নি। আমার রেফারেন্সে কোন কথা বলে থাকলে সেটা মিথ্যা। এ ধরনের কথার তো প্রশ্নই আসেনা। ও কিছুদিন আগে নেশা জাতীয় ট্যাবলেটসহ পুলিশের কাছে ধরা খাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে দলের সঙ্গে ওর কোন সম্পর্ক নেই’।

এ বিষয়ে দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও ডেইলি বাংলাদেশ এবং দৈনিক মানবকন্ঠের প্রতিবেদক সাজেদুর আবেদীন শান্ত বলেন, ‘আমরা এ হুমকির বিষয়ে খুব দ্রুত আইনি পদক্ষেপ নেবো’।

সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন বলেন, ‘সাংবাদিকদের সাথে এরকম আচারণ করায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় সোনাতলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশাসনকে অবগতসহ আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা বলবো’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট