নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকেট কেটে লাইনে দাড়িয়ে স্থানীয় বখাটেদের মারপিটে গুরুত্ব আহত হয়েছে মুকুল হোসেন (২৬) নামের এক যুবক। সে শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাট বজলুর মোড় এলাকার মোঃ সামছুল হকের ছেলে।
আহত ওই যুবক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী টিকেট কেটে লাইনে দাড়িয়েছিল। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টায় দিকে ৩-৪ জন বখাটে হাসপাতালের ভিতর ঢুকে লাইন ভঙ্গ করে। জোড় করে ডাক্তারের চেম্বারে ঢুকতে গেলে তখন মুকুল হোসেন তাদেরকে বলে, আমরা এক থেকে দেড় ঘন্টা দাড়িয়ে আছি। একথা বলার সঙ্গে ওই বখাটেরা তার উপর চড়াও হয়ে হামলা করে। তখন আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে, হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেয়। এঘটনায় ৯৯৯ লাইনে ফোন দিলে ঘটনা স্থলে থানার সাব ইন্সপোক্টর এসআই আসাদ সঙ্গীয় পুলিশসহ হাসপাতালে পৌছালে বখাটে গ্রুপ দৌড়ে পালিয়ে যায়। এদিকে হাসপাতালের সিসি ফুটেজে কোনো কিছু দেখা না যাওয়ায় থানা পুলিশও দুঃখ প্রকাশ করে। স্থানীয় লোকজন জানান, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি কোটি টাকার সরকারী সম্পদ রয়েছে। কিন্তু সেখানে সিসি ক্যামেরা নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল মুঠোফোনে বলেন, হাসপাতালের যে মারপিটের ঘটনা ঘটেছে এটি সঠিক। কিন্তু অনেক দিন আগে থেকে সিসি ক্যামেরা ফুটেজ সঠিক ভাবে দেখাযায় না, একটু সমস্যা রয়েছে।
এ ঘটনায় সোনাতলা থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানাগেছে।
7nz39s