1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার সোনাতলায় জামায়াতের সংসদীয় আসনের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি

সৈয়দ আহম্মদ কলেজে রোকেয়া ডিজিটাল হসপিটাল, সিজার অপারেশনে প্রসুতির মৃত্যু

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮০৩

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলায় রোকেয়া ডিজিটাল হসপিটালে সিজার অপারেশনের পর কবিতা বেগম (৩০) নামের এক প্রসুতির মৃত্যু হয়েছে।

জানা যায়, সৈয়দ আহম্মদ কলেজ বটতলায় রোকেয়া ডিজিটাল হসপিটালে গত বুধবার (১২ মার্চ) দুপুরে কবিতা বেগম নামের এক গর্ভবতী নারীকে ওই হসপিটালে ভর্তি করা হয়। কবিতা বেগমকে ভর্তির দিনই ডাঃ শামছুন নাহার তাকে সিজার অপারেশন করান। এসময় তার ছেলে সন্তানের জন্ম হয়। সিজার অপারেশনের পর ওই প্রসূতির রক্তক্ষরণ শুরু হয়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তাকে আশংকাজনক অবস্থায় পরের দিন বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। আজ রবিবার সকাল ১০টার দিকে ওই নারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিন সন্তানের জননী কবিতা বেগম উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামের ভ্যান চালক মাসুদ রানার স্ত্রী।

কবিতা বেগমের স্বামী মাসুদ রানা বলেন, এর আগে অন্য ক্লিনিকে দুবার সিজার করা হয়েছে। রোকেয়া হসপিটালে আল্ট্রাসনোগ্রাম করলে সেখানে দায়িত্বরত হসপিটালের ম্যানেজার এনামুল (সম্পর্কে চাচা) অন্য ক্লিনিকের চাইতে কম খরচে সিজার করবে উৎসাহ দিয়ে সিজারের ব্যবস্থা করেন। হঠাৎ ভোর রাতে সেহরির সময় হাসপাতাল থেকে ফোন আসে রক্ত ক্ষরণ বন্ধ হচ্ছে না রোগীর অবস্থা খুব খারাপ বগুড়া নিতে হবে। পরে হাসপাতালের ম্যানেজার এনামুল হকের সহযোগীতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়।

এ বিষয়ে রোকেয়া ডিজিটাল হসপিটালে গিয়ে ডাক্তার অথবা দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।এমনকি প্রতিষ্ঠানের পরিচালক হাফিজুর রহমানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে হসপিটালের ম্যানেজার এনামুল হক বলেন, এবিষয়ে আমি কিছু বলতে চাইনা। কারন আমি মাত্র এখানকার কর্মচারী।

রোকেয়া ডিজিটাল হসপিটালের তত্বাবধায়ক মাফুজার রহমান মুঠোফোনে এবিষয়ে কিছু বলতে রাজি হননি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম সিজার অপারেশনে প্রসুতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ওযার্ডেই ওই নারীর বাড়ি। তিনি বিষয়টি তদন্ত করে প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

উল্লেখ‌্য, একই এলাকার সোনালী হাসি কমিউটিনিটি হসপিটাল এন্ড ফাতেমা ডায়গনষ্টিক এর বিরুদ্ধে এর আগে প্রসুতি ও নবজাতকের মৃত‌্যুর অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট