সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন, বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আ’ লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।
Leave a Reply