সোনাতলা সংবাদ ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারণে বগুড়ার কাহালু উপজেলার একটি আলু ক্ষেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মুড়ইল ইউনিয়নের দোগাছি-ছয়ঘড়িয়া গ্রামে বিমানটি অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দর এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। বিমানে দুজন বৈমানিক ছিলেন, তারা সুস্থ আছেন।
এদিকে, বিমান অবতরণের খবর পেয়ে শত শত লোক ওই মাঠে ভিড় জমান।
Leave a Reply