সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌর এলাকার কামারপাড়া সরকারী প্রাথামিক বিদ্যালয় মাঠে কে এফ সি কøাবের উদ্যোগে রাত্রি কালীন সট পিচ ক্রিকেট টুনামেন্ট খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা প্যালেন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জাকির, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছসেবকলীগ আহব্বায়ক ইব্রাহিম হোসেন দুলু, পৌরসভার প্যালেন মেয়র মোছাঃ কহিনুর বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সাবিনা ইয়াছমিন, মোঃ আব্দুল মমিন সমাজ সেবক আহসান হাবীব দুলাল, মোঃ আনিছুর রহমান, মোঃ নয়া মিয়া, মোঃ রাকিব হাসান হৃদয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করে কে এফ সি কøাবের সভাপতি আবু তালহা লিমন। খেলা ২টি টিম অংশ গ্রহণ করেন। গোপাইবাড়ী স্পোর্টিং ক্লাব বনাম বাবু স্পোর্টিং ক্লাব আগুনিয়াতাইড়। খেলায় গোপাইবাড়ী স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন।
Leave a Reply