
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বিএম ডায়াবেটিস সেন্টার এন্ড ল্যাবের উদ্যোগে ১৪ডিসেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।
আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বি এম ডায়াবেটিস সেন্টার এ্যান্ড ল্যাব ঔট ছিলেন, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এহিয়া কামাল, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডা.শরিফ রেজ্যুয়ান শাথিল, মেডিকেল অফিসার বি এম ী সেন্টার এ্যান্ড ল্যাব এর নিয়মিত ডা. মোঃ আশরাফুল ফদৌছড্েজডন্রাঘকীঈ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের, সরকারী নাজির আখতার কলেজের সাবেক প্রদর্শক সারোয়ার জাহান, বালুয়াহাট ডিগ্রী কলেজের টট্র্রঠটেধূঅঊঐওনব্ধৌওচছ রহমান, বি এম ডায়াবেটিস সেন্টার এ্যান্ড ল্যাব এর পরিচালক মোঃ আব্দুল মতিন, বেলাল হোপ্তসেন, ফরিদ আহমেদ প্রমূখ।
Related
Leave a Reply