ষ্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা শিহিপুর চাষী ক্লাবের আয়োজনে চাষীক্লাব জামে মসজিদে প্রায়ত সংসদ সদস্য আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আলম সোহেল। চাষী ক্লাব ও চাষীক্লাব জামে মসজিদের সভাপতি মোঃ জহির রায়হান, চাষী ক্লাবের সাধারণ সম্পাদক লেবু, চাষীক্লাব জামে মসজিদের ঈমাম জিল্লুর রহমান ও মসুল্লি বৃন্দ।
Leave a Reply