মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:শিবগঞ্জের মোকামতলায় ২কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার মুরাদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বুধবার রাত আনুমানিক ১টার সময় ভুরুঙ্গামারী কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস তল্লাশি করে তাদের কাছ থেকে ২ কেজি গাজাসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো;-সুমন প্রাং (৩২), পিতাঃ- আজাদ, রেখা বেগম স্বামী – সুমন, তাসলিমা বেগম, আনছার আলী, সাং সান্তাহার ইয়ার্ড কলোনি, আদুরী বেগম আঙ্গুরী ,স্বামীঃ-আঃ হাকিম, সাং: ভাদরা নিশিন্দারা, উভয়েই থানা- নন্দীগ্রাম, জেলা: বগুড়া। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply