গাবতলী (বগুড়া) প্রতিনিধি : কারাবন্দী বগুড়ার গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুর মুক্তির দাবীতে গতকাল সোমবার পৌর সদরের উনচুরখী তিনমাথা মোড়ে ১নং ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা সাহিদুল ইসলাম, আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, ওবাইদুর রহমান জ্যাক, আ: ছালাম, সোহেল বীন মাজেদ রকেট, মান্নান, আনিছার রহমান, সবুজ, মজনু, মুগলু, নজরুল আরেফিন রহমান আরফিন, কাউছো, চান, শ্যামল, শিমুল, সোহেল, রফিকুল, ছামছুল, লিটু, শহীদুল যুবদল নেতা আনোয়ার হোসেন, নাছির উদ্দিন বুলবুল, তাজুল ইসলাম, দৌলত জামান, হামিদুল হক শিলু, আব্দুল্লাহ, পলাশ, সেলিম, কনক, সিরাজুল, মামুন, শহীদুল, সৌরভ, সুমন, ছাত্রদল নেতা আ: গনি, আব্দুল ওহাব, কামাল, মোমিন, মাঈনুল, নাহিদ শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, আনিছার রহমান, জিল্লুর রহমান, মর্ণিং, রানা প্রমুখ।
Leave a Reply